সংবাদ জমিন, আন্তর্জাতিক ডেস্ক ঃঃ
পাকিস্তানের রাজনৈতিক পটভূমির পরিবর্তন করে ২০১৮ সালে দেশের প্রধানমন্ত্রী হন ইমরান খান। জাতীয় রাজনীতিতে তাঁর পার্টি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সেই অর্থে শক্তিশালী শক্তি ছিল না কিন্তু একটি ‘নতুন পাকিস্তান’ তৈরির স্বপ্ন দেখিয়েছিলো দেশবাসীকে।
সেই প্রতিশ্রুতি পূরণ করতে এখন হিমশিম খাচ্ছেন ইমরান। খান তার পাঁচ বছরের মেয়াদের দ্বিতীয়ার্ধে প্রবেশ করেছেন, কিন্তু দেশের পরিস্থিতি ভাল নয়। আংশিকভাবে তার নিজের সরকারের অভ্যন্তরীণ দুর্বলতার কারণে এবং আংশিকভাবে বাহ্যিক কিছু কারণে দেশের অর্থনীতি আজ ধুঁকছে।
পিটিআই জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে ঠিকই কিন্তু সেনেটকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের হাতে নেই। যার জেরে ইমরান খান তার আইনী কর্মসূচি সম্পূর্ণরূপে কার্যকর করার ক্ষেত্রে বাধাগ্রস্ত হন। তবে তার থেকেও এখন বড় সমস্যা হল আফগানিস্তান। যা কিছুই বাস্তবায়ন করতে যাবে তালেবানরা বাঁধা হয়ে দাঁড়াতে পারে।