চট্রগ্রাম প্রতিনিধি ঃঃ
চট্টগ্রাম নগরীর মোহাম্মদপুরের ইসমাইল করোনির একটি বাসা থেকে দুই শিশু সন্তানসহ এক মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো,মা সুমিতা খাতুন, মেয়ে জান্নাতুল (৭) ও ছেলে সান (৩)। শুক্রবার (১৫ অক্টোবর) সকালে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বামী সোহেলকে (৪০) আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে স্বামী সোহেল স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, আমরা মা ও দুই ছেলে-মেয়ের লাশ উদ্ধার করেছি। আমরা ঘটনাস্থলে আছি। হত্যাকান্ডের ক্ল বের করার চেষ্টা করছি। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, মা ও আড়াই বছর বয়সী ছেলেটির লাশ দুটি ঝুলন্ত অবস্থায় ছিল।