মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের লেমুবাড়ি হতে সিংগাইরের মাদক সম্রাট তারুককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) ১৩:২০ ঘটিকার সময় RAB-4, সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি চৌকস অভিযানিক দল কোম্পানি কমান্ডার লে: কমান্ডার আরিফ হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানাধীন লেমুবাড়ি বাজার এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় র্যাব বাজারের নেছার এর ফাস্ট ফুডের হোটেলের সামনে থেকে জেলার সিংগাইর উপজেলার সানাইল গ্রামের নাসিরের পুত্র তারুক(২৪) কে ১’শ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত মাদক সম্রাট তারুক একজন সক্রিয় মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এনে লেমুবাড়ি বাজারসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিল। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।