সংবাদ জমিন, আন্তর্জাতিক ডেস্ক ঃঃ
ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিরক্ষামন্ত্রীরা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপ অন্যায়। বৃটেন, নেদারল্যান্ডস, বাল্টিক দেশগুলো এবং নরডিক দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা এমন মন্তব্য করেছেন বলে খবর দিয়েছে অনলাইন বিবিসি। বৃটেনের নেতৃত্বাধীন ‘জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্সের’ অংশ হিসেবে দশটি দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা এ নিয়ে লেস্টারশায়ারে মিটিং করেন।
এরপরই একটি বিবৃতি দেন। সংবাদ সম্মেলনে বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে রাশিয়া যে স্বীকৃতি দিয়েছে তা শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘনই নয়, একই সঙ্গে তার মাধ্যমে মিনস্ক চুক্তি লঙ্ঘন করা হয়েছে। তাই ওই দুটি অঞ্চলকে স্বীকৃতি দেয়ার পরে আরও প্রচুর পরিমাণে নিষেধাজ্ঞা আসছে বলে তিনি জানান। এ সময় তিনি মিত্রদের সঙ্গে নিষেধাজ্ঞা দেয়ার গুরুত্ব তুলে ধরেন। জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্স বাল্টিক সাগরে সামনের সপ্তাহগুলোতে অবাধে চলাচল চর্চা করবে।