নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে পবিত্র ঈদুল ফিতরের দিনে উপজেলার সায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল গ্রামে চাঞ্চল্যকর রনি(২২) হত্যার ঘটনার মূল ঘাতক শান্ত(২০) কে পাকড়াও করেছে পুলিশ।
বুধবার(১১ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ময়মনসিংহের ভালুকা থানার নিভৃত পল্লী থেকে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শান্ত একই উপজেলার সায়েস্তা ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের নবাব আলীর পুত্র। হত্যার পর নিহতের বাবা ৮ জনকে নির্দিষ্ট ও ৪-৫জনকে অজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।