নিজস্ব প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইর থানায় কর্মরত সাবেক এসআই কাজী সালেহ সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিঃসন্দেহে তিনি একজন মেধাবী ও বিনয়ী প্রকৃতির একজন পুলিশ অফিসার ছিলেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ইহলোক ত্যাগ করেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন সিংগাইর থানা-পুলিশ। সেই সাথে সিংগাইর প্রেসক্লাবের সভাপতি কোহিনূর ইসলাম রাব্বি ও সাধারণ সম্পাদক মাসুম বাদশা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।